রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: মাইকিং করে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা      বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      
গ্রামবাংলা
খানসামায় রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ উদ্বোধন
ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫২ পিএম  (ভিজিটর : ১১৭)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকরা আধুনিক যন্ত্র নির্ভর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ শুরু করেছেন। এতে শ্রমিক সংকট, অতিরিক্ত খরচ সাশ্রয়সহ উৎপাদন বৃদ্ধির আশাবাদ করছেন কৃষক ও কৃষি বিভাগ।

সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষি জমিতে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উপসহকারী কৃষি কর্মকর্তা শ. ম. জাহেদুল ইসলাম বলেন, মেশিনের মাধ্যমে সমগভীরতায় ও সম দূরত্বে চারা রোপণ করা হয়, এতে চারার ক্ষতি হয় না এবং ফলনও বৃদ্ধি পায়।

গোবিন্দপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, আগে হেক্টরপ্রতি ৩০-৩৫ জন শ্রমিক দিয়ে চারা রোপণে ২১,৬১২ টাকা খরচ হতো। এখন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাত্র ১২,৩৫০ টাকা খরচে এই কাজ সম্পন্ন হচ্ছে। এতে খরচ কমেছে ৯,২৬২ টাকা।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ৩,০২০ হেক্টর নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১৫৬ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জনের আশা করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান, রাইস ট্রান্সপ্লান্টার পদ্ধতি কৃষকদের জন্য শ্রম, সময় ও অর্থ সাশ্রয়ের একটি যুগান্তকারী মাধ্যম। ফসলের গুণগত মান বজায় রাখা এবং ফলন বৃদ্ধিতে এটি কার্যকর ভূমিকা পালন করবে।

সরকারি ভর্তুকির আওতায় কৃষকদের জন্য এই মেশিনসহ ধান কাটার কম্বাইন হারভেস্টার সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইকিং করে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা
সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝