নোয়াখালীর সেনবাগ উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় নজরুল ইসলাম (২৬) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সকাল ১০টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের পাশে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নজরুল গুরুত্বর আহত হন।
পরে স্থানীয় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মিয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম