দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে মহাসড়ক সংলগ্ন বটতলার পাশে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে উক্ত প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবটি সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠিত হয়। আনুমানিক রাত আটটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের সিলেবাসভিত্তিক এবং অন্যান্য ইসলামিক বই ছিল। সিলেবাসভিত্তিক বইগুলোর মধ্যে কর্মী, সাথী, সদস্যদের বই ছিল। এখানে কিছু বই বিক্রি করা হয়েছে এবং কিছু বই প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। লেখক সাইয়্যেদ আবুল আ'লা মওদূদীর বইয়ের আধিক্য বেশি ছিল।
প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের সমর্থকও সংগ্রহ করা হয়েছে। বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ১১ জন সমর্থক সংগ্রহ হয়েছিল।
হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, আমরা একটি প্রকাশনা উৎসবের আয়োজন করেছি যেখানে শিবির সমর্থক, কর্মী, সাথী সদস্যের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এসেছে। তবে, সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিই বেশি। তারা আমাদের কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন।
আয়োজন করতে গিয়ে কোনো বাঁধার সম্মুখীন হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, না কোনো বাঁধার সম্মুখীন হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কল করেছিলাম। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রোগ্রাম করলে সমস্যা নেই। প্রক্টর স্যার কিছুক্ষণ আগে এসেছিলেন, পরিদর্শন করে গেলেন।
অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আপনাদের আয়োজনকে কীভাবে গ্রহণ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদলের আহ্বায়ককে ফোন করেছিলাম, তিনি আসতে চেয়েছেন। ছাত্রদলের দুই-একজন এসে ঘুরে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারাও এসেছিলেন। আমরা তাদের উপহার দিয়েছি।
কেকে/এএম