দেশে ৫ আগষ্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব হয়ে পড়লেও এই ৬ মাসে বেশ সাফল্য রয়েছে বিশেষায়িত ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। র্যাব-১১ এ সময়ের মধ্যে ৭১টি অস্ত্র ও ১ হাজার ২৬৫টি গোলা-বারুদ উদ্ধার করেছে। যার বিপরীতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১ এর আদমজীনগরের সিপিএসসি কোম্পানী কমান্ডার লজিস্টিক স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর এই সাফল্যের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১১ ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১৯ জন গ্রেফতার করে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারপূর্বক ১৮৬ জনের বেশি মাদক বিক্রেতা ও ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
এছাড়াও র্যাবের সাফল্যের মধ্যে রয়েছে-১০ জন অপহৃতকে উদ্ধার ৭ জন অপহরণকারী গ্রেফতার। জেল পলাতক ৩২ জনকে পাকড়াও ২১ জন ছিনতাইকারী ও ডাকাতসহ অন্যান্য মিলিয়ে ৩০১ জনকে আইনের হাতে সোপর্দ করেছে এই বাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
কেকে/এএম