রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
মাদারগঞ্জে সমবায় সমিতির আমানতকারীদের বিক্ষোভ
এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৭ পিএম  (ভিজিটর : ১৫৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ২৩টি সমবায় সমিতির প্রায় ৩০ হাজার আমানতকারীর সাড়ে তিন হাজার কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পৌর এলাকার বালিজুড়ী শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে দুই হাজার আমানতকারী মিছিল সহাকারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এসময় ইউএনও এবং এসিল্যান্ড কেউই তাদের কার্যালয়ে উপস্থিত ছিলেন না। মাদারগঞ্জে ‘বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে সহায়ক কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- আয়োজক কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সিপিবির মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, চরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহাবুব আলম রতন, আব্দুর রহিম সোনা মোল্যা কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিফযুল বারী বকুল, সমিতিতে প্রতারিত আমানতকারী আছমা বেগম প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালে ইউএনও তার কার্যালয়ে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অর্থ উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, টানা ৫ ঘন্টা প্রতারিত আমানতকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। কিন্তু ইউএনও ও এসিল্যান্ড তাদের অফিস খালি করে দিয়ে চলে গেছেন।

তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে যদি সমিতির মালিকপক্ষকে গ্রেফতার এবং গ্রাহকদের মুখমুখি না করা হয়, তাহলে সাত দিন পরে ইউএনও সাহেব আপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আপনি জনতার আন্দোলন দেখেন নাই। জনতার বেদনা বুঝেন নাই। জনতার সমস্যা কীভাবে সমাধান করতে হয় তার চিন্তা করেন নাই।

তিনি আরও বলেন, টানা ৫-৬ঘন্টা ধরে প্রতারিত আমানতকারীরা ইউএনও অফিসের সামনে অভুক্ত অবস্থায় অবস্থান করলেও তাদেরকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এই যে তাদের কষ্ট, এই কষ্ট যদি উপলদ্ধি করতে না পারেন আপনাকে আর সম্মান করার জায়গা থাকবে না।

আমানতকারীরা অবস্থান করলেও নিজ কার্যালয়ে উপস্থিত না হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ অফিসিয়াল প্রোগ্রামে জামালপুরে ছিলেন জানিয়ে বলেন, এটার দায়িত্ব সমবায় অফিসের। তারা বিষয়টা দেখবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝