বুধবার, ৩০ অক্টোবর ২০২৪,
১৪ কার্তিক ১৪৩১
বাংলা English

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
শিরোনাম: আবারো ছাদখোলা বাসে বরণ করা হবে সাফ চ্যাম্পিয়নদের      মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডেরও তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক      ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫৪      সাফের ফাইনালে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন      পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে: মাসুদ সাঈদী      রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: উপদেষ্টা      খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে সহায়তা করবে সরকার      
গ্রামবাংলা
সাকিব আল হাসানের বাবাকে গ্রেফতারের দাবি ছাত্রদল নেতার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:০৫ পিএম আপডেট: ৩০.১০.২০২৪ ৮:০৭ পিএম  (ভিজিটর : ৩৮)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি—এই প্রশ্ন তুলে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার সময় এই প্রশ্ন করেন তিনি।

ছাত্রদল নেতা নাছির বলেন, ৪ আগস্ট মাগুরা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচার গুলিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন। আমরা গণমাধ্যমে দেখেছি এবং ওই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। ওই দিন ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন সাকিব আল হাসানের বাবা (খন্দকার মশরুর রেজা)। কিন্তু ওই ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার একটিতেও সাকিব আল হাসানের বাবাকে আসামি করা হয়নি। এতে জাতীয়তাবাদী ছাত্রদল খুবই উদ্বেগ প্রকাশ করছে। আমরা সাকিব আল হাসানের বাবাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ সময় তিনি ছাত্রদলের সিনিয়র নেতা হত্যা এবং শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের কাজ দ্রুত সময়ে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে নাছির উদ্দিন আরো বলেন, গত ১৫ বছরে মাগুরায় এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করেছেন। জানুয়ারির ডামি নির্বাচনে সাকিব আল হাসান এমপি হওয়ার পর তার বাবা সেই ধারাবাহিকতা ধরে রেখেছিল। বিশেষ করে ৪ আগস্ট তার বাবার নেতৃত্বে ছাত্র–জনতার ওপর হামলা করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে নাছির উদ্দিন বলেন, মাগুরার ঘটনায় হওয়া দুটি হত্যা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এটা রহস্যজনক।

খুলনা বিভাগে সাংগঠনিক সফরের অংশ হিসেবে এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিবারের সঙ্গে মঙ্গলবার তিনি দেখা করেন এবং বুধবার মেহেদী হাসানের কবর জিয়ারত করেন।

এরপর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রলীগের মতো জোর করে মিছিলে নেওয়া, শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্ত হবে না ছাত্রদল।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  মাগুরা   সাকিব আল হাসান   ছাত্রদল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আবারো ছাদখোলা বাসে বরণ করা হবে সাফ চ্যাম্পিয়নদের
সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা, সেরা গোলরক্ষক রুপ্না
আইন সংশোধনে বাধা দিচ্ছে তামাক কোম্পানি
আধিপত্য বিস্তারের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
বর্জ্য নিষ্কাশনে জবি ছাত্রদলের পরিচ্ছন্ন কর্মসূচি

সর্বাধিক পঠিত

বিনামূল্যে টিউশন পেতে শাবিপ্রবিতে 'টিউশন অ্যাপ' উদ্বোধন
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস
চবিতে প্রকাশ্যে ছাত্র মজলিস সভাপতি
দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি কিশোরের, হাসপাতলে মৃত্যু
সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের আহ্বান জহীর উদ্দিন বাবরের

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝