বুধবার, ৩০ অক্টোবর ২০২৪,
১৪ কার্তিক ১৪৩১
বাংলা English

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
শিরোনাম: আবারো ছাদখোলা বাসে বরণ করা হবে সাফ চ্যাম্পিয়নদের      মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডেরও তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক      ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫৪      সাফের ফাইনালে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন      পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে: মাসুদ সাঈদী      রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: উপদেষ্টা      খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে সহায়তা করবে সরকার      
শিক্ষা
বিনামূল্যে টিউশন পেতে শাবিপ্রবিতে 'টিউশন অ্যাপ' উদ্বোধন
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:২৫ পিএম  (ভিজিটর : ২০৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের বিনামূল্যে টিউশনসেবা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চালু হয়েছে ‘টিউশন অ্যাপ’। অ্যাপসটি ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের টিউশন খুঁজে নিতে পারবেন বলে জানিয়েছেন টিউশন অ্যাপের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রানা।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-১’ এর কনফারেন্স রুমে টিশউন অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন সিন্ডিকেট ভেঙে দেওয়ার দ্বার উন্মোচন করেছে। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে শিক্ষার্থীদের একসাথে অনেকগুলো টিউশনে করা থেকে বিরত থাকতে হবে। টিউশনের কারণে কোনোভাবেই যাতে একাডেমিক পড়াশোনার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় শিক্ষার্থীদের সর্বোচ্চ দুইটি টিউশন করার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে অ্যাপটির প্রতিষ্ঠাতা সেলিম রানা বলেন, অ্যাপটি ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের পছন্দের টিউশন ও অভিভাবকরা নিজেরাই তাদের পছন্দের টিউটর খুঁজে নিতে পারবেন। এজন্য টিউশন পেতে আগ্রহী টিউটররা নাম, বিভাগ ও কি ধরণের টিউশন পড়াতে চান এমন কিছু তথ্য দিয়ে অ্যাপটিতে নিজস্ব একটি প্রোফাইল খুলতে পারেন। এছাড়া টিউটর ও অভিভাবকরা সেখানে টিউশন সংক্রান্ত পোস্ট করতে পারবেন এবং নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

তিনি আরো বলেন, অ্যাপটি তৈরি করার ফলে শিক্ষক শিক্ষার্থীদের থেকে উৎসাহ পেয়েছি। অ্যাপটির প্রচারণা বাড়াতে আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। কেউ চাইলে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড অথবা Tuitionappbd.com ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আবারো ছাদখোলা বাসে বরণ করা হবে সাফ চ্যাম্পিয়নদের
সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা, সেরা গোলরক্ষক রুপ্না
আইন সংশোধনে বাধা দিচ্ছে তামাক কোম্পানি
আধিপত্য বিস্তারের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
বর্জ্য নিষ্কাশনে জবি ছাত্রদলের পরিচ্ছন্ন কর্মসূচি

সর্বাধিক পঠিত

বিনামূল্যে টিউশন পেতে শাবিপ্রবিতে 'টিউশন অ্যাপ' উদ্বোধন
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস
চবিতে প্রকাশ্যে ছাত্র মজলিস সভাপতি
দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি কিশোরের, হাসপাতলে মৃত্যু
সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের আহ্বান জহীর উদ্দিন বাবরের

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝