তারুণ্য নির্ভর উন্নত বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, মাদক, বাল্যবিবাহ, গুজব, সাম্প্রদায়িতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার বাকই উত্তর ইউনিয়ন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে শতাধিক স্থানীয় নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্য নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মানে নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে নারীদের বিভিন্ন দক্ষতার উপর বাস্তবধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠনে নারীদের এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ, মাদক রোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নারীদের পরিবার ও সমাজ তথা দেশের জন্য কাজ করতে হবে। তবেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম।
জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা তানিয়া আকতার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য মাওলানা মোঃ আবদুল ওহাব,বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ রেহান উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্জুমা সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কেকে/এআর