জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ২য় গেটে পরিচ্ছন্ন কর্মসূচি পরিচালনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আজ (বুধবার) জবির দ্বিতীয় গেটের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ পরিষ্কার করেন জবি ছাত্রদল।
এসময় তারা সেখানে বৃক্ষরোপণ ও বিভিন্ন জায়গায় সচেতনতামুলক ফেস্টুন টানায়। তারা জানায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা অবহিত করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সহ সভাপতি বলেন, দীর্ঘদিন ধারে আমরা এমন ময়লার স্তূপ লক্ষ্য করে আসছি। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন অবস্থা মেনে নেয়া যায় না। আমরা ছাত্রদলের নেতাকর্মীরা এটি পরিষ্কার করছি এবং ভবিষ্যতে যাতে এখানে এমন ময়লা ফেলা না হয় সেই বিষয়ে সচেতন থাকব।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রশাসনকে আরো আগে এটির প্রতি দৃষ্টি দেওয়া উচিত ছিল। আমরা এখন এটি পরিষ্কার করে দিচ্ছি সামনে যাতে এমন আর না হয় সেটি তারা খেলায় রাখবে বলে আশা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন- জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হোসেন, নাহিয়ান বিন হক অনিক, মল্লিক, তুষার, রাশেদ, আকাশ, রাসেলসহ সাংগঠনিক সম্পাদক: মিনহাজ, সাগর, জাহিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কেকে/এজে