অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় তরুণ লেখক আফনান আহমেদ রাশেদ-এর নতুন বই ‘পাঁজর জুড়ে কোলাহল’। এটি তার চতুর্থ বই। বইটির প্রচ্ছদ করেছেন আহামাদ বোরহান।
বইটি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে এবং মুদ্রিত মূল্য ২২৫ টাকা। বইটি রকমারি ডটকম, বই সদাই, প্রথম.কম-সহ দেশের অনলাইন বুক প্লাটফর্ম গুলোতে পাওয়া যাচ্ছে।
এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে শিখা প্রকাশনীর (১২, ১৩, ১৪, ১৫) নম্বর স্টলে পাওয়া যাবে।
নতুন বই সম্পর্কে রাশেদ জানান, লেখা-লেখি তার বিশেষ ভালোলাগা। লেখনিতে গল্প, কবিতা, গান কিংবা স্ক্রিপ্টের মতো বিষয়বস্তু লেখকের ব্যক্তিগত মস্তিষ্কের খোরাক। মানুষের ভালোবাসা তাকে বিমোহিত করে। লেখক হিসেবে প্রচুর স্নেহ, ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় ঢেড় বেশি।
পাঁজর জুড়ে কোলাহল বইটি সম্পর্কে আরো জানান, মূলত এটি কবিতার বই। কবিতা মানুষকে ভাবায়, অনুভূতি যোগায়। জগতের সব অভাব, দুঃখ, ক্রোধ, অভিমান, অনুরাগ কবিতায় পাওয়া যায়। যদি ব্যক্তিগত সময়ের সান্নিধ্যে তৈরি হয় নিস্তব্ধতা, একাকিত্ব কিংবা দৃঢ়তা। সেসব বহিঃপ্রকাশকে লেখক বলেন ‘কোলাহল’। সবকিছু মিলিয়ে যখন ধুলোপড়া দীর্ঘশ্বাসে গল্প জমে, তাকে লেখক বলেন ‘পাঁজর জুড়ে কোলাহল’।
লেখক আফনান আহমেদ রাশেদ একাধারে উপস্থাপন, স্ট্যান্ড আপ কমেডিয়ান, স্ক্রিপ্ট রাইটার ও নির্মাতা। তিনি ছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল দশের অন্যতম ফাইনালিস্ট।
লেখকের অন্যান্য বইগুলো হলো- ভ্রমণ ও আত্মঅভিজ্ঞতা সম্পর্কিত ‘মীরাক্কেল এক্সপ্রেস’ (২০২২), রম্য ও স্যাটায়ার ‘ফিলিং চিলিং’ (২০২৪), কমেডি ভিত্তিক বই ‘লাফটার চ্যালেঞ্জ’ (২০২৫)।
কেকে/এএম