সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই রাউন্ড গুলি এবং চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ডিইপিজেড এলাকার প্রডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে এবং বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আটককৃত ব্যক্তিরা হলেন ইকরামুল ইসলাম(২৮, নূর আলম (২৪), আলম খন্দকার (৩৮), পলাশ (৩৩), আবু বক্কর সিদ্দীক (৪৭), এবং মোক্তার হোসেন (৩৩)।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপির নেতা হারুন মণ্ডল ঝুট স্থানান্তরের জন্য লোকজন নিয়ে কারখানার সামনে উপস্থিত হন। তবে, একই সময়ে বিএনপির আরেকটি গ্রুপ দেশি-বিদেশি অস্ত্র নিয়ে সেখানে আক্রমণ চালায়। সংঘর্ষের সময় দুই রাউন্ড গুলি ছোড়া হয় এবং চারটি ককটেল বিস্ফোরণ ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, হারুন মণ্ডল সকালে ঝুট স্থানান্তরের কাজ শুরু করেছিলেন।হারুন মণ্ডল বলেন এই কারখানা তাদের নামে চুক্তি করা।এদিকে দুপুরে বিএনপির সাবেক সাংসদ ডা. সালাউদ্দিন বাবুর অনুসারী আলমগীর, রিয়াদ মোল্লা এবং নুরুজামান কাজীসহ ৩৫ জনের একটি দল হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়।
অন্যদিকে, বিএনপির নেতা আলমগীর হোসেন জানান, আমাদের পক্ষ থেকে কারখানার সঙ্গে চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী আমরা মালামাল অপসারণ করতে গেলে অপর পক্ষ আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে আমাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আনা হয়, যা ভিত্তিহীন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কেকে/এএস