কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ খাদে পড়ে চালক, হেলপার ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (ফেব্রুয়ারি) সকাল ৬টায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন খোলা কাগজকে জানান, খবর পেয়ে
তাৎক্ষনিক দূর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয়
জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ
তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন আসলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।
থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কেকে/এএম