সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
গ্রামবাংলা
সকালে বন্ধ ঘোষণা দিয়ে বিকেলেই খুলল তেল পাম্প
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪২ পিএম  (ভিজিটর : ২৩১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায়  রংপুর ও রাজশাহী বিভাগের সব পেট্রোল পাম্পের মতো বুধবার সকাল থেকে রংপুরের গঙ্গাচড়ায় অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ করে দেন পেট্রোল পাম্প মালিকরা। তবে সকাল থেকে তেল বিক্রি বন্ধ ঘোষণা দিয়ে বিকেলেই  এ সিদ্ধান্ত প্রত্যাহার করায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষক ও যানবাহন চালকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েন কৃষক, মোটরসাইকেল, ট্রাক্টর ও যানবাহনের চালকরা। এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত  তেল পাম্প বন্ধ থাকায় খোলা বাজারে জ্বালানি তেল বেশি দামে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার শিহাব ফিলিং স্টেশন, শাহ-আমানত ফিলিং স্টেশন, পাপড়ী ফিলিং স্টেশনসহ সব পেট্রোল পাম্প সকাল থেকে বন্ধ থাকে । হঠাৎ করেই জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকেরা ও মোটরসাইকেল, ট্রাক্টর চালকেরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যান।

বুধবার বিকেলেই পেট্রোল পাম্প খোলার সিদ্ধান্ত প্রচার হলে গঙ্গাচড়া বাজারের শিহাব ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক  ফারুক হোসেন বলেন, গাড়িত তেল শেষ হইছে,  সকালে তেল নিতে এসে শুনি ধর্মঘট। তাই পেট্রোল পাম্প বন্ধ। তেল নিয়ে আমার জরুরী কাজে লালমনিরহাটের পাটগ্রাম যাওয়ার কথা ছিল। তেল না পাওয়ায় বাড়ি ফিরে যাই। আগে জানাইলে আমি গতকালকেই তেল কিনে রাখতাম। এখন শুনলাম পেট্রোল পাম্প খুলছে তাই তেল নিতে আসলাম।

লক্ষীটারীর আনুরবাজার এলাকার শাহ-আলম ফিলিং স্টেশনে তেল নিতে আসা ট্রাক্টর চালক সামসুল ইসলাম বলেন, আজ সকালে কয়েক বিঘা জমি কাটা লাগতো। রাইতোত তেল নিলাম না যে সকালে নিবো, সকালে আসি দেখি পাম্প বন্ধ। এখন শুনলাম পাম্প খুলছে তাই তেল নিতে আসলাম। যাহোক কয়েক ঘণ্টার মধ্যেই তেলপাম্প খোলায় মনের মধ্যে স্বস্তি ফিরছে।

গঙ্গাচড়া শিহাব ফিলিংস স্টেশনের ম্যানেজার সাদেকুল ইসলাম বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে তেল পাম্প বন্ধ ছিলো । কেন্দ্রীয় নির্দেশ আশায় আবার বিকেলে তেল পাম্প খোলা হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সড়ক ও জনপথ বিভাগ   পেট্রোল পাম্প   বন্ধ ঘোষণা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চকরিয়ায় ১২তম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নোবিপ্রবিতে ইশারা ভাষা বিষয়ক কর্মশালার আয়োজন
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝