মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: আন্দোলনে যাবে না বিএনপি      অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব       বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      
গ্রামবাংলা
তিস্তা বাঁচাতে দুই দিনব্যাপী জনতার সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০২ পিএম  (ভিজিটর : ১১০)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

একসময় উত্তরের পাঁচ জেলার প্রাণপ্রবাহ তিস্তা নদী আজ ধুঁকছে। প্রমত্তা তিস্তা এখন যেন শুকিয়ে যাওয়া একটি সরু খাল। পানি সংকটে ভুগছে নদীর তীরবর্তী মানুষ। এ অবস্থায় তিস্তা নদী রক্ষায় আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী বিশাল জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট মিশন মোড়ের হামার বাড়ী বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

দুলু বলেন, একসময় তিস্তা ছিল সুখ-সমৃদ্ধির উৎস। কিন্তু এখন এটি উত্তরাঞ্চলের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং উৎসমুখে বাঁধ নির্মাণের ফলে এই নদী আজ মৃতপ্রায়। এই অবস্থা চলতে থাকলে মরুকরণের দিকে ধাবিত হবো আমরা।

তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সরকার প্রতারণা করেছে। তাই তিস্তা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে দুইদিনের এই কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন আয়োজন থাকবে। তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টে তাবু স্থাপন করে সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিশিষ্টজন, নদী গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  তিস্তা নদী   সমাবেশ   দুলু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২জন আটক
আন্দোলনে যাবে না বিএনপি
সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি
অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব
ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close