একসময় উত্তরের পাঁচ জেলার প্রাণপ্রবাহ তিস্তা নদী আজ ধুঁকছে। প্রমত্তা তিস্তা এখন যেন শুকিয়ে যাওয়া একটি সরু খাল। পানি সংকটে ভুগছে নদীর তীরবর্তী মানুষ। এ অবস্থায় তিস্তা নদী রক্ষায় আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী বিশাল জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট মিশন মোড়ের হামার বাড়ী বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।
দুলু বলেন, একসময় তিস্তা ছিল সুখ-সমৃদ্ধির উৎস। কিন্তু এখন এটি উত্তরাঞ্চলের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং উৎসমুখে বাঁধ নির্মাণের ফলে এই নদী আজ মৃতপ্রায়। এই অবস্থা চলতে থাকলে মরুকরণের দিকে ধাবিত হবো আমরা।
তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সরকার প্রতারণা করেছে। তাই তিস্তা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে দুইদিনের এই কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন আয়োজন থাকবে। তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টে তাবু স্থাপন করে সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিশিষ্টজন, নদী গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কেকে/এএম