কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
ওসি বলেন, মঙ্গলবার রাতে নিহত তৌহিদুলের স্ত্রী মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আসামিরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাণ্ডানগর এলাকার মো. সাইফুল ইসলাম, ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খায়রুল হাসান মাহফুজ, সাইদুল ইসলাম সবুজ ও বামইল এলাকার সোহেল।
উল্লেখ্য, তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। চাকরি করতেন চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্ট কোম্পানিতে । তার নিজের সংসারে স্ত্রী ও চার মেয়ে আছে। চারজনের মধ্যে বড় মেয়ে তাসফিয়া আক্তারের বয়স ১৪ বছর, অন্যরা আরো ছোট। গত মাসের ৩১ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পায় স্বজনরা।
কেকে/এএম