পলাশ উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিল্পাঞ্চল সরকারি কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, ৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর আগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজার ৪৮ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়।
এবারের হালনাগাদে ২ হাজার ৮৬ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে কর্তন করা হয়েছে। ছবি তোলার কেন্দ্রগুলোতেও নতুন ভোটারদের নিবন্ধন করার সুযোগ থাকবে।
কেকে/এএম