নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে সালিশ বৈঠকের সময় মারামারির ঘটনায় ৬ জন আসামিকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সেনবাগ ৪নং আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনবাগ থানার গোলঘরে সালিস বৈঠকের সময় কেশরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব টিপু ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেনের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। সালিশ বৈঠকের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়ে তা মারামারিতে পরিণত হয়।
এ সময় সালিশে অংশগ্রহণকারী উভয়পক্ষের সদস্যরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হন এবং থানার গোলঘরের কাঁচ ভাঙচুর করেন। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।
জামিন পাওয়া আসামিরা হলেন, কেশরপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব টিপু, আবু জাফর রতন, মো. আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, আক্তার হোসেন এবং জসিম উদ্দিন।
এ ব্যাপারে নোয়াখালী কোর্ট পরিদর্শক দেবাশীষ সরকার জানান, আজ বিকালে আসামিদের আদালতে হাজির করা হয় এবং বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
কেকে/এএম