রংপুরের কাউনিয়ার হারাগাছ ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হারাগাছ ইউনিয়নের সোনাতন দারোগার চাতাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশা চালক মতিয়ার রহমানের স্ত্রী আনিছা বেগম (৩৮) তার স্বামীর ভাইয়ের পরিত্যক্ত ঘরের ধর্ণার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা যখন আনিছা বেগমকে বাড়িতে দেখতে না পান, তখন খোঁজাখুঁজির পর তার স্বামীর বড় ভাই মন্টু মিয়ার পরিত্যক্ত ঘরের তীরের সাথে ঝুলতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে এসে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আনিছা বেগম ৩ কন্যা সন্তানের জননী ছিলেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কেকে/এএম