গেট ভেঙে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির ভেতরে ঢুকে পড়েছে শতশত বিক্ষুব্ধ শিক্ষার্থী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির গেট ভেঙে শতশত বিক্ষুব্ধ শিক্ষার্থী বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে।
রাত ৮টার আগে শিক্ষার্থীরা ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে জড়ো হন এবং একযোগে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।
এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হয়। এর প্রতিবাদে, ছাত্র-জনতা আন্দোলন নামের ফেসবুক পেজে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, এ কর্মসূচি ছাত্র-জনতার প্রতিবাদ হিসেবে পালিত হবে, যারা ‘গণহত্যার’ প্রতিবাদে ধানমন্ডি-৩২ অভিমুখে যাত্রা শুরু করবে।
ফেসবুকে পোস্টে বলা হয়, “ধানমন্ডি-৩২ অভিমুখে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে খুনি হাসিনার অপতৎপরতার প্রতিবাদে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।”
আরেকটি পোস্টে বলা হয়, “খুনী আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ।”
কেকে/এএম