রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
গ্রামবাংলা
জামায়াতের দলীয় কার্যালয় ভাঙচুর-আগুন ১ যুগ পর মামলা, আটক ২
সুজন মাহমুদ, রাজীবপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৭ পিএম  (ভিজিটর : ৪০৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ১২ বছর পর মামলা দায়ের করা হয়েছে। দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুনে পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী আজাহার আলী এ বিষয়ে রাজীবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে  রাজীবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাচারীপাড়া গ্রাম থেকে আওয়ামীলীগ কর্মী রজব আলী (৫৫), দক্ষিন কাচারীপাড়া গ্রামের মোসলেম উদ্দিন (৬০) কে আটক করেছে।

মাছ চুরি ও চাঁদাবাজির অরেকটি মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ব্যক্তিগত সহকারী রাজীবপুর গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক শাহ মোহাম্মদ নুরুজ্জামান (লিটন) (৫৬) কে আটক করে পুলিশ।

রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপজেলা শহরে অবস্থিত তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙ্গচুর  করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দলীয় কার্যালয় পোড়ানোর পরে স্থানীয় নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানির মূলক মামলাও দায়ের করে।

দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা দায়েরকারী জামায়াতে কর্মী আজাহার আলীর সাথে কথা হলে তিনি খোলা কাগজ বলেন, মামলা হামলা করে এতদিন আমাদের নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছিল স্বৈরাচারী আওয়ামী সরকার। তাদের পতনের পর ন্যায় বিচারের স্বার্থে অফিস ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তছলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর একজন কর্মী তাদের অফিস পোড়ানোর ঘটনায় অভিযোগ দায়ের করেছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে খোলা কাগজকে নিশ্চিত করেন ওই ওসি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জামায়াত   দলীয় কার্যালয়   ভাঙচুর-আগুন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান
পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম
ভাতিজার বাসর ঘর ভাঙায় চাচাকে জুতাপেটা

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝