চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতী পাড়াস্থ ইমাম বারী শাহ্ দরগাহ এর বার্ষিক সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির শিক্ষার্থী মুমিনুল হক (১৭) নিহত হয়েছে।
বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৯ টায় উক্ত ঘটনাটি ঘটেছে। নিহত মুমিনুল হক উপজেলার পুটিবিলা ইউনিয়নের নালারকূল এলাকার মৃত মোজাম্মেল হক এর ১ম পুত্র। ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা মোহাম্মদ আলী।
সূত্রে জানা গেছে, নিহত যুবক তার কয়েকজন বন্ধু নিয়ে উল্লেখিত সভায় বেড়াতে গিয়েছিল। ওইখানেই তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা নিহত পক্ষের লোকজনের উপর হামলা চালালে নিহত মুমিনুল হক ঘটনাস্থলেই মারা যায় এবং আহতদেরকে চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রীতিপূর্ণা হৈমন্তীকা দাশগুপ্তা জানান, নিহত যুবককে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। মৃত অবস্থায় তার স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসলে উক্ত যুবকের মরদেহ হাসপাতালে সংরক্ষণ করা হয়। হামলাকারীরা সকলেই পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানাও জানা সম্ভব হয়নি।
কেকে/এআর