২৫৬ সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে এবং রিপন মিয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মনিরুল হক চৌধুরী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম। সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি মহানগর উত্তর সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মানিক মিয়া।
আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক ইউসুফ আলী মীর পিন্টু। বাগমারা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক জনাব তোফায়েল মজুমদার। লালমাই উপজেলা কৃষকদলের সদস্য সচিব জনাব হুমায়ুন কবির মজুমদার। এ সময় বক্তারা বলেন ৯ নির্বাচনী এলাকায় হয় ভোট দিব না হয় জীবন দিব। তারা আরো বলেন প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে দাবি আদায় করা হবে।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব তোফায়েল মজুমদারের নেতৃত্বে লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ১০টিসহ অন্তত একশর ওপরে মাইক্রোবাসযোগে সদর দক্ষিণ উপজেলা এবং লালমাই উপজেলার অন্তত ২ হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেকে/এএস