উত্তরার উত্তরখান থানায় সালিশি বৈঠকে যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুন মিয়া।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য থানায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বৈঠক চলাকালীন পুলিশ জানতে পারে, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।
এদিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত একটি বিরোধ মেটাতে স্থানীয় ব্যক্তিদের নিয়ে থানায় বৈঠক চলছিল। ওই বৈঠকে মামুন মিয়াও উপস্থিত ছিলেন। পরে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক মামুন মিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কেকে/এআর