নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর ঘিরে উত্তেজনার মুখে গ্রামবাসীর দাবি দাওয়া মেনে নিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টান মুশুরিস্থ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে এ পরিস্থিতি মোকাবিলা করেন অতিরিক্ত সচিব। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার পূর্বাচল রাজস্ব সার্কেল (ভূমি) উবায়দুর রহমান সাহেল।
এর আগে ইউনিয়নের একমাত্র খেলাধুলা উপযোগী সরকারি খেলায় মাঠে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ করতে চাইলে গ্রামবাসী আপত্তি করেন। শুধু তাই নয় মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ কর্মসূচি পালনে লোকজন জড়ো হতে শুরু করেন। পরে সচিব ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীর দেখানো স্পটেই নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরের নির্দেশ দেন।
পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, হিমালয় এন্টার প্রাইজের ঠিকাদার সাইদুর রহমান, কৃষক দল ইউনিয়ন সভাপতি মোমেন মিয়া, যুবদল নেতা আজিম সরকার, অ্যাডভোকেট মাসুদসহ স্থানীয়রা তাদের কাঙ্ক্ষিত স্থানে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর করেন। মাঠ রক্ষা করতে পেরে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কেকে/এএস