রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা      বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি      ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      
গ্রামবাংলা
লামায় স্বাস্থ্য কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ জনতা
বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২২ পিএম আপডেট: ০৬.০২.২০২৫ ৪:৩০ পিএম  (ভিজিটর : ১৭৫)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সেবাপ্রার্থীদের গায়ের গন্ধ ভালো লাগে না লামা স্বাস্থ্য কর্মকর্তার। তার স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ জনতা এমনই অভিযোগ উঠেছে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এখিং মার্মার বিরুদ্ধে।

সূত্রে আরো জানা যায় রোগী কল্যাণ সমিতির আওতায় অসহায়, দুস্থ, দরিদ্র ও সহায় সম্বলহীন অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে প্রদত্ত ওষুধের বিলভাউচারে স্বাক্ষর দিচ্ছেন না ইউএইচএফপিও এই কর্মকর্তা।

এতে ৯ মাসের বকেয়া বিল প্রায় ১ লাখ টাকা উত্তোলন করতে পারছেন না ওষুধ সরবরাহকারী ব্যক্তি। এ ছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এখিং মার্মার স্বেচ্ছাচারিতায় সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছে বলে রাজ পথে বিএনপির এক সভায় প্রতিবাদ জানানো হয়েছ।

ভুক্তভোগীরা জানায়, ৫ আগস্ট পরিবর্তিত প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের ন্যায় লামা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেন। লামা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান কর্মকর্তা ডা. এখিং মার্মা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত হন। সেবাপ্রার্থী জনসাধারণ অভিযোগ করেন যে, ডা. এখিং মার্মা তাদের সঙ্গে রক্ষণাত্মক আচরণ করে।কোনো কাগজে শনাক্ত স্বাক্ষর নিতে গেলে তাদের গায়ের গন্ধ নিয়ে নানান অজুহাতে সেবাপ্রার্থীদের সাক্ষাৎ ও প্রয়োজনীয় কাগজে সই না করে ফেরত দেন।

শ্রমিক শ্রেণির দিনমজুর মানুষগুলো তাদের মজুরি ফেলে দিনের পর দিন ধর্না দিয়েও সেবা পাচ্ছেন না। পৌরসভার ৩নং ওয়ার্ডের চারবারে নির্বাচিত (সাবেক) কাউন্সিলর বিএনপি নেতা সাইফুদ্দিন নিজেই ইউএইচএফপিও এখিং মার্মার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে বলেন, তিনি খুবই সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন একজন কর্মকর্তা।

কোনো কাগজপত্রে স্বাক্ষর তো করেনই না, উপরন্তু সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ছাড়া ২ ফেব্রুয়ারি লামায় বিএনপির এক বিক্ষোভ মিছিল থেকেও লামা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. এখিং মার্মাকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে তার অপসারণের দাবি করেন। গোপন সূত্রে জানা যায় ডা. এখিং মার্মা বান্দরবান জেলা পরিষদের(পলাতক) সাবেক চেয়ারম্যান ক্য শৈহ্লা পুত্রের বন্ধু। লামায় যোগদানের পর ক্য শৈহ্লা পরিবারের দাপট দেখিয়েছিল কিছু দিন। ৫ আগস্ট পরবর্তীতেও তিনি অহংকার ও রক্ষণশীল মনোভাব দেখিয়ে চলছে। সরকারি গাড়ি ব্যবহার করে নিজের চেম্বার ও ব্যক্তিগত কাজ করছেন তিনি।

অপরদিকে সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, স্বাস্থ্যকর জীবনে উত্তরণের পথে প্রতিবন্ধকতা দূর করে রোগীদের স্বাস্থ্যসেবা সংরক্ষণ, উন্নয়ন এবং চিকিৎসাত্তোর পুনর্বাসনের জন্য রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতাল ও সমাজসেবা কর্তৃক কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু যাবতীয় প্রক্রিয়া অনুস্মরণ করে বিগত ৯ মাসে  অক্ষম রোগীদের চিকিৎসা সহায়ক খরচের প্রায় ১ লাখ টাকার বিল-ভাউচারে স্বাক্ষর করছেন না এই কর্মকর্তা। ফলে রোগী কল্যাণ সমিতির মনোনীত ওষুধ বিতরণকারী ফার্মেসির মালিক কষ্টে পড়েছেনন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ কর্মকর্তার বিরুদ্ধে নানান অনিয়ম তুলে ধরেন বক্তারা।

এ বিষয়ে লামা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এখিং মার্মার কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ছুটিতে আছি শনিবার অফিসে আসেন কথা বলব।

বিষয়টি নিয়ে নবাগত লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, আমি বিষয়টি জেনেছি দুকর্মকর্তাকে ডেকে আমি দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করব।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
বীরগঞ্জে আন্দোলনের মুখে আলু সংরক্ষণ হিমাগার সীলগালা
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে
দনিয়া কলেজে নবীন বরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম

সর্বাধিক পঠিত

বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা
বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝