সাতটি সাগর পাড়ি দিয়ে
এসেছি তোমার কাছে,
আকাশ সমান ভালোবাসা
নিয়ে তোমার পাশে।
আছো তুমি চোখের তারায়
নয়কো সুদূরপাড়ে,
বুকের ভেতর উত্তাল-পাতাল
মনটা কেমন করে।
এ হৃদয়ে তোমারই নাম
বাজে সুরে সুরে,
কেমন করে থাকবে তুমি
আমায় ছেড়ে দূরে?
ভুলে যাই সবকিছু
আঘাত যতই করো,
তুমি ছাড়া একা জীবন
কষ্ট বাড়ে আরও।
তোমায় আমি ভালোবাসি
জীবন থেকেও বেশি,
বুকের ভেতর বাজে শুধু
ভালোবাসার বাঁশি।