রাজধানীর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পরে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে ছাত্র-জনতা। এ সময় স্লোগানে তারা বলেন, (৩২) নম্বর ঈদ মোবারক, চলছে দেখো ঈদ মোবারক, ঈদ মোবারক এবং হাসিনার ফাঁসি চাই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নারায়ে তকবির আল্লাহ আকবর।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ পরে এসব স্লোগান দেন ভাঙচুর করতে আসা উৎসুক জনতা।
এ সময় দেখা যায় বিভিন্ন শ্রেণির মানুষ যে যেভাবে পারছে ভবনের আসবাবপত্র নিয়ে যাচ্ছে। কেউ একটি দুটি ইট, রড এবং অবশিষ্ট যে যার মতো করে নিয়ে যাচ্ছে।
৩২ নম্বরের মোট ৩টি বিল্ডিং রয়েছে এই ৩টি বিল্ডিং এর লোহা এবং কাঠের আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়। তবে এসব আসবাবপত্র নিতে কেউ কাউকে বাধা সৃষ্টি করতে দেখা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায় বর্তমানে ভাঙারি ব্যবসায়ীরাও তাদের সরঞ্জাম নিয়ে ভবনগুলো ভেঙে তা থেকে রড বের করে রিকশাযোগে নিয়ে যাচ্ছে। এই বাড়িটি ভাঙতে আলাদা কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয়নি বলে জানা যায়।
কেকে/এএস