সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      বড় রদবদলেও গতি নেই প্রশাসনে      জার্মানির নির্বাচনে জয়ী ফ্রেডরিক মারৎজের দল      স্থানীয় নির্বাচনে সুযোগ খুঁজবে আওয়ামী লীগ       যারা দেশকে অস্থিতিশীল করছে, তাদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা      পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      
জাতীয়
নবাবগঞ্জে তাফসিরে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম  (ভিজিটর : ৭২)

ঢাকা জেলার নবাবগঞ্জের বারুয়াখালী গ্রামে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে তাফসিরুল কুরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। 

দোহার-নবাবগঞ্জসহ ঢাকা ও মানিকগঞ্জ জেলার বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাইমুমসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সদস্যরা এতে সংগীত পরিবেশন করবেন। আয়োজকদের অনুমান, মাহফিলে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

মাহফিলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। এক হাজার একর কৃষিজমির বিশাল বিলকে মাহফিল ময়দান বানানো হয়েছে। মাহফিলের জন্য এলাকাবাসী বিনামূল্যে তাদের কৃষিজমি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। শেষ হয়েছে মঞ্চ, হেলিপ্যাড ও মূল প্যান্ডেল তৈরির কাজ। চলছে ওজুখানা ও টয়লেট নির্মাণের কাজ। মাহফিল কমিটির উপদেষ্টা, বারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান বলেন, মূল প্যান্ডেল ছাড়াও মহিলা শ্রোতাদের জন্য ভিন্ন ভিন্ন স্থানে মোট ৭টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৩০টি এলইডি মনিটর থাকবে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ৬টি অ্যাম্বুলেন্স থাকবে রোগী পরিবহনের জন্য। মোবাইল নেটওয়ার্ক ঠিক রাখতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ মোবাইল টাওয়ার। 

ঐতিহাসিক এ মাহফিলকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ৩০টি পয়েন্টে গাড়ি কনট্রোল করতে নিয়োজিত থাকবে ট্রাফিক পুলিশ। অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়োজিত থাকবে। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী এবং আনসার সদস্যদেরও উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবক মাহফিলকে সফল করতে কাজ করবেন। মহিলা শ্রোতাদের প্যান্ডেলে থাকবেন মহিলা পুলিশ সদস্য। এলাকার সকল শ্রেণিপেশার মানুষ এ মাহফিল সফল করতে কাজ করে যাচ্ছেন।

সকাল ১০টায় শুরু হয়ে মাহফিল শেষ হবে বিকেল ৪টায়। ১০টা থেকে বিভিন্ন বক্তা বয়ান পেশ করবেন। বাদ জোহর প্রধান বক্তা ড. মিজানুর রহমান আজহারি বয়ান শুরু করবেন। বিকেল ৪টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিলকে সফল করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
বড় রদবদলেও গতি নেই প্রশাসনে
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা এনায়েত উল্যাহ সৈয়দ
কুবিতে মাদক সেবনরত অবস্থায় শিক্ষার্থীসহ আটক ৩
জার্মানির নির্বাচনে জয়ী ফ্রেডরিক মারৎজের দল

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝