২০২৪ সালের গণআন্দোলন ও সরকার পতনের ইতিহাস নিয়ে মো. সিরাজুল ইসলাম এফসিএ রচিত নন-ফিকশন গ্রন্থ ‘নতুন দিগন্তে জেগেছে ভোর’ প্রকাশিত হয়েছে। জ্ঞানকোষ প্রকাশনী বইটি প্রকাশ করেছে, যা অমর একুশে বইমেলা ২০২৫-এ জ্ঞানকোষের ২৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।
৩৩৬ পৃষ্ঠার এই বইটি ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের প্রামাণ্য দলিল হিসেবে ইতোমধ্যে পাঠকমহলে আলোড়ন তুলেছে। লেখক বইটিতে ২০২৪ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত প্রতিটি ঘটনাকে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন।
বইটিতে ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই-আগস্ট মাসের প্রতিটি দিনের বিবরণ রয়েছে। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের নারকীয় হামলার পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সরকারের দমননীতি বিশদভাবে তুলে ধরা হয়েছে।
পুলিশের গুলিতে নির্মমভাবে শহিদ হওয়া ছাত্রনেতা আবু সাইদের ঘটনা বইটিতে বিশেষভাবে আলোচিত হয়েছে। লেখক এই আত্মত্যাগকে গণআন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন কীভাবে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটায় এবং নতুন নেতৃত্বের হাত ধরে দুর্নীতিমুক্ত স্বপ্নযাত্রা শুরু হয়, তা বইটিতে বিস্তারিতভাবে উঠে এসেছে।
লেখক মো. সিরাজুল ইসলাম এফসিএ বলেন, এই বইটি শুধু ইতিহাস নয়, এটি জনগণের বিজয়ের গল্প। এটি ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাবে।
জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত ৩৩৬ পৃষ্ঠার বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৪ নম্বর প্যাভিলিয়নে। এছাড়া বিভিন্ন অনলাইন বুকশপেও বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ৫৫০ টাকা।
কেকে/এএম