বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও পুরাতন ভবনের সম্মুখে থাকা শেখ হাসিনার উদ্বোধন সংক্রান্ত নামলফলক ভেঙ্গে দিয়েছে ছাত্র-জনতা। তখন ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার নকশাকার আশরাফুল ইসলাম মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের পর হাতুড়ি-শাবল দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়।
এর আগে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা ‘মুজিব বাদ মুর্দা বাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’সহ শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। এদিন বিকাল পৌনে ৫টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে থাকা শেখ মুজিবুর রহমানের মুর্যাল বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মুখে থাকা পৃথক আরেকটি উদ্বোধনী ফলক ভাংচুর করা হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মুস্তাফা মুন্না জানান, আচমকা কিছু যুবক এসে ভাঙুর করে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
কেকে/এমএস