যশোরের কেশবপুরে জমির মালিকরা কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হাজরাতলা-বানিয়াকুড় বিলের পানি নিষ্কাশন ও জমি দখল নিয়ে তাদের অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জমির মালিকরা জানান, গত তিন মাস ধরে বৈদ্যুতিক মোটর ও স্যালো মেশিনের সাহায্যে বিলের পানি নিষ্কাশন করছেন তারা। মাত্র ২-৩ দিনের সেচ কাজ বাকি থাকলেও এর মধ্যেই সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেনের ছেলে খালিদ হাসান একটি কুচক্রী মহলের সহযোগিতায় বিলের মাছ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাত্র একটি স্যালো মেশিন নিয়ে সেচ কাজ শুরু করার চেষ্টা করেন।
বিল কমিটি ও জমির মালিকদের বাধার মুখে খালিদ হাসান প্রকাশ্যে হুমকি দিতে থাকেন। জমির মালিকরা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, ঘের দখল এবং মাদক বেচাকেনার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
তারা আরো জানান, ২০২২ সাল পর্যন্ত তিনি ওই জমিতে মাছ চাষ করলেও পরে তা বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় পুনরায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে জনজীবনে অস্থিরতা তৈরি করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা খালিদ হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তব্য রাখেন আব্দুল লতিফ মোড়ল, আব্দুল মান্নান গাজি, আব্দুল ওহাব এবং আমজাদ হোসেন।
কেকে/এএম