নীলফামারীতে অনুমোদনহীন দুটি ইটভাটার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে জেলা সদরের গোরগ্রামে অবস্থিত টিএবি ভাটা মালিককে দুই লাখ এবং টিএবি-১ নামে অপর একটি ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি ওই দুই ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ওই জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় ৫৩টি ইটভাটার মধ্যে ৭টির পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন আছে। অবৈধ ৪৬টি ভাটার মধ্যে ১০টি বন্ধ আছে। ১২টির আদালতের রিট আছে। বাকি অবৈধ ইট ভাটাগুলোতে জানুয়ারি মাস থেকে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান চলমান আছে। স্কেভেটর দিয়ে এসব ইটভাটা ভেঙে দিয়ে অর্থ দণ্ড করা হচ্ছে। দুই দিনে ১০টি ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে সোয়া নয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে বৃহস্পতিবার জেলা সদরে দুটি ভাটায় আড়াই লাখ এবং গত বুধবার সৈয়দপুরে আটটি ভাটায় ছয় লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কেকে/এএম