নওগাঁয় আওয়ামী লীগের পার্টি অফিসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার চেষ্টা করে ছাত্রজনতা। পরে অফিসে ‘গণশৌচাগার’ নামে একটি ব্যানার ঝুঁলিয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্রজনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত পার্টি অফিস প্রায় আধা ঘন্টা ভাঙচুর করে। এতে পার্টি অফিসের সামনের কয়েকটি সার্টার ও দুইটি লোহার জানালা খুলে ফেলা হয়।
এসময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ভাংচুরের আগে দুই গাড়ি সেনাবাহিনী ঘটনাস্থলে আসলেও পরে তারা চলে যান। এরপর বিক্ষুদ্ধ ছাত্রজনতা শহরের পোষ্ট অফিসপাড়ায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাসায় আগুন লাগিয়ে দেয় এবং বুলডোজার দিয়ে বাসার সামনের গেট ভেঙে দেয়।