নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই প্রচারণা চালানো হয়।
এ সময় সংগঠনের সদস্যরা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন।
এছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেটের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালায়। তারা ইজিবাইক, রিক্সা, ভ্যান, পিকআপ চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়।
প্রচারনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সভাপতি রুবি বানু, সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম, সদস্য মাহামুদুল ইসলাম, সংগঠনের প্রকল্প কর্মকর্তা মো. জিয়ন তালুকদার প্রমুখ।
সংগঠনের সভাপতি রুবি বানু বলেন, সড়ক দূর্ঘটনায় প্রায় প্রতিদিনই অসংখ্য তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। একটু সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চললে আমরা অনেক অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করতে আমরা সচেতনতামূলক স্টিকার, লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন সম্পর্কে কথা বলেছি।
কেকে/এএম