মাদারীপুরে শিবচরে ইজিবাইকের ধাক্কায় ফয়জেল মুন্সী (৫০) নামে এক আখের রস বিক্রেতা দিন মজুর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে জেলার শিবচর উপজেলার মাদবরেরচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জেল মুন্সি (৫০) উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন বাইড্ডা গ্রামের আব্দুর জব্বার মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মাদবরেরচর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক পাঁচ্চরের দিকে যাচ্ছিল এ সময় রাস্তায় পার হওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে ফায়েজ মুন্সী রাস্তার পাশে ছিটকে পড়লে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম