পাবনার ভাঙ্গুড়ায় কয়েকজন স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হুদা নামে এক ইন্সট্রাকটরকে পিটিয়ে জখম করেছে অভিভাবকরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। একই স্থানে অবস্থিত এই উপজেলা রিসোর্স সেন্টার।
তিনি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর পদে কর্মরত রয়েছেন। গত ২০২২ সালের জুন মাসে এখানে যোগদান করেন। তবে তিনি কিছু দিন আগে বদলি হয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ভাঙ্গুড়া মডেল স্কুলের পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রাকটিস করছিল।
এ সময় ইন্সট্রাকটক নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর অযুহাতে পঞ্চম শ্রেণির ৩/৪ ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ছাত্রীরা বিষয়টি তাদের শিক্ষিকা জানান। তাৎক্ষণিক শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে অবগত করেন। তখন প্রধান শিক্ষক অভিযুক্ত ইন্সট্রাকটরকে ডেকে জানতে চাইলে তিনি বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেন। শিক্ষার্থীরা তাকে ক্ষমা না করে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। পরে অভিভাবকেরা বিদ্যালয় চত্বরে উপস্থিত হয়ে নাজমুল হুদাকে ব্যাপক মারধর করে।
ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, ঘটনায় নাজমুল হোসেন তার ভুল স্বীকার করেন। কিন্তু অভিভাবকেরা এসে তাকে মারধরও করেন।
তবে ঘটনার বিষয়ে জানতে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাজমুল হুদার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম