রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন ও উপাচার্য বরাবর ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহিদ আবু সাঈদ চত্বর পদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মিছিল শেষ করে। মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ৮ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গনতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে এসেছি। দেশের ছাত্র তরুণ-যুবকদের গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হতে হয়েছে।
এছাড়াও ৮ দফাতে দাবিতে বলা হয়, শহিদ আবু সাঈদের অতিবিলম্ব গ্রেফতার, শহিদ আবু সাঈদ হত্যায় জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হাস্যকর শাস্তির পরিবর্তে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, শিক্ষার্থীদের ওপর নিপীড়িনকারী এবং আন্দোলনে বিরুদ্ধাচরণ করা আওয়ামী দোসর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী সন্ত্রাসীদের অবাধ বিচরণ বন্ধ, ছাত্রলীগ সন্ত্রাসীদের হলের সিট বরাদ্দ, পরীক্ষা নেওয়া ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান করা শিক্ষক, কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, অবিলম্বে ছাত্রসংগঠনগুলোকে ক্রীয়াশীল ছাত্ররাজনীতি চর্চার সুযোগ ও ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যেকটি নিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিচার করার দাবিসহ মোট ৮ দফা দাবি পেশ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমীন ইসলাম বলেন, ফ্যাসিস্ট, খুনি হাসিনাসহ আবু সাঈদ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম করেছে বেরোবি ছাত্রদল এবং ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্য মহোদয়ের হাতে দেওয়া হয়েছে।আবু সাঈদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগের ক্যাডাররা ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী দোসর শিক্ষক, কর্মকর্তারা এখনো গুরুত্বপূর্ণ পদে আছেন। ক্যাম্পাস ফ্যাসিবাদমুক্ত করার জোর দাবি জানিয়েছি আমরা এবং অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।
ছাত্রদলের কর্মী মাইদুল ইসলাম বাপ্পী বলেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে বলতে চাই, খুনি হাসিনার শাসনামলের সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রশাসন উপযুক্ত ন্যায়বিচারের স্বার্থে এমন দৃষ্টান্ত স্থাপন করুক যাতে ভবিষ্যতে সন্ত্রাসী ছাত্রলীগ ও স্বৈরাচারের দোসরদের মতো ঘৃণ্য কর্মকাণ্ড কেউ ঘটাতে না পারে।
উল্লেখ্য, সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করে।
কেকে/এএম