বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডোমসার বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডোমসার ইউনিয়ন কৃষক দলের মো. মনির হোসেন মাদবরের সভাপতিত্বে মো. আলমগীর সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্নেল অব. এস এম ফয়সাল, প্রধান বক্তা ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মিন্টু সওদাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মির্ধা নজরুল কবির, সাবেক ছাত্রদল নেতা বশির আহমেদ সনেট, সাবেক ছাত্রদলের নেতা নাজমুল ইসলামসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা পালিয়েছেন। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। বিগত ১৭ বছর অত্যাচার নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী পালিয়ে যায়নি। নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি অনেক কৃষক ঋণ পরিষদ না করতে পেরে আত্মহত্যা করেছে। শেখ হাসিনা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।
কেকে/এএম