রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
জাতীয়
ইজতেমা প্রথম পর্ব শেষে জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর
সুজন সারোয়ার, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৫ পিএম  (ভিজিটর : ৫৪৮)
প্রথম পর্ব শেষে জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর। ছবি: প্রতিনিধি

প্রথম পর্ব শেষে জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর। ছবি: প্রতিনিধি

টঙ্গীর ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গাজীপুর জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করেছে শুরায়ী নেজাম অনুসারীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে  ময়দানের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়।

শুরায়ী নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, অন্তবর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ী নেজামের  তত্বাবধানে ৬ দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন  করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিলেন, আমরা তা পুরন করে ইজতেমা করেছি। আমরা আশা করি সরকারি সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক ওয়াহিদ হোসেন বলেন, বিশ্ব ইজতেমা পরিচালনার তিন সদস্যের কমিটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা ময়দান বুঝে নিয়েছি। যথাযত নিয়মে পরবর্তী পক্ষকে ময়দান হস্তান্তর করা হবে। 

এসময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এপর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইজতেমা   প্রথম পর্ব   জেলা প্রশাসন   ময়দান হস্তান্তর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কোম্পানির গাড়িতে ডাকাতি
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
কূটনৈতিক বাকযুদ্ধে বাংলাদেশ-ভারত

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close