শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বান্দরবান বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘর এর ব্যানার টানিয়ে দেন। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান জেলা শাখার প্রতিনিধি আসিফ ইকবাল, হাবীব আল মাহমুদ, তাওহিদুল ইসলাম মাসুম, সাইফুল ইসলামসহ ছাত্র নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, পতিত অপশক্তি স্বৈরাচার আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এদেশে রাখবে না ছাত্র জনতা। ফ্যাসিবাদের সমস্ত আখড়া এবং স্মৃতিচিহ্ন সারা দেশ থেকে মুছে দেওয়া হবে। এই ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে স্বৈরাচার আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন আমলের কালো ইতিহাস সংরক্ষণ করে রাখা হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতিও সংরক্ষণ করে রাখা হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা, এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
কেকে/এএস