শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি       ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া ছাত্ররাই এখন রাজনীতিতে      
রাজনীতি
তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত জাপান বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:০৯ পিএম  (ভিজিটর : ৩২৭)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীরা বদ্ধপরিকর বলে জানিয়েছে জাপান শাখা বিএনপির নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে নির্দেশনা দেবেন সে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য জাপান বিএনপি সবসময় প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে তারা।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাপান শাখা বিএনপির পক্ষে সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদ ইসলাম মনি এ কথা বলেন।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান ও জাপান বিএনপির বিরুদ্ধে কিছু বিপদগামী, পদলোভী কতিপয় ব্যক্তি মিথ্যা-ভুয়া, বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও নিন্দা জানান এই দুই নেতা।

তারা বলেন, কিছু বিপদগামী, পদলোভী কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শাকিরুল ইসলাম খান (শাকিল) এবং জাপান বিএনপিকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মিথ্যা-ভুয়া, বানোয়াট একটি সংবাদ সম্মেলন করেন। শাকিরুল ইসলাম খান ২০০৪ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে জাপানে বসবাস করে আসছেন এবং দক্ষতার সঙ্গে রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত করে আসছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. শাকিরুল ইসলাম খান শাকিলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে দেন এবং এশিয়ান প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। তারই ধারাবাহিকতায় শাকিরুল ইসলাম জাপান বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হন এবং বর্তমান জাপান বিএনপির আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, কিছু ব্যক্তিগত বিছিন্ন ঘটনা রাজনীতিতে টেনে এনে চরম মিথ্যাচার করা করেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। কতিপয় ব্যক্তির মধ্য থেকে ২/৩ জন ব্যতীত কেউ কোনো সময় জাপান বিএনপির কমিটিতে ছিল না এবং জাপান বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিল না। গত ৫ আগষ্টের পর দেশের রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এ ধরনের নোংরামি করে যাচ্ছে। এমনকি বিগত ১৭ বছর যাবৎ স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। শাকিরুল ইসলাম খান ও জাপান বিএনপির আংশিক পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা সম্পূর্ণই ভিত্তিহীন।

দুই নেতা আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত করার সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র থেকে অতি দ্রুত সময়ের মধ্যে জাপান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়ে আসবে বলে আশা করছি।  বিপদগামী-পদলোভী কতিপয় ব্যক্তিদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি সত্যিকারের শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে থাকেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকেন তাহলে মূলধারায় ফিরে আসার আহবান জানাচ্ছি। জাপান বিএনপিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংগঠনিকভাবে কঠিন সিদ্ধান্ত নিবে বাধ্য হবো।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জাপান শাখা বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
সাটুরিয়ায় ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার
ধনবাড়ীতে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত
টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
ভ্যানচালকের জমিতে কোটিপতির আধিপত্য বিস্তার

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝