সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছু যুবক মোটরসাইকেল যোগে এসে আফতার হোসেন খানের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশীরা আগুণের ধোঁয়া দেখে বাড়িতে যান।
এ সময় বাড়িটির টিনশেডের একটি ঘরের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্ঠা করেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বাসার টিনশেড ঘরের কয়েকটি কক্ষ ও আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ কেউ বলতে পারছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই প্রভাবশালী নেতা পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে তিনি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন।
কেকে/এএস