সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের নাজিরপুর উপজেলা সদরে থাকা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়ি ও উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এসব হামলা চালায় ।
নাজিরপুর উপজেলায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের কাছে একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ অফিস, সাবেক মন্ত্রী ও এমপি শ ম রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহীনসহ অন্য নেতাদের বাড়িতে হামলা করে প্রথমে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট শ ম রেজাউল করিমের বাড়িসহ কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছিল।
কেকে/এএস