শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
রাজনীতি
নারায়ণগঞ্জের গডফাদার আজ কোথায়: জামায়াত আমির
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৪ পিএম আপডেট: ০৭.০২.২০২৫ ৪:৩৫ পিএম  (ভিজিটর : ১৬৭)
নারায়ণগঞ্জে জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নারায়ণগঞ্জে জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। সন্ত্রাসের গডফাদার শামীম ওসমানও বলেছিলেন পালাব না। কিন্তু আজ কোথায় তারা? পালাব না বলেও তারা বার বার পালিয়ে যায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা এই বিশাল জনসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও উসকানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। অস্থির করার চেষ্টা করছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ এতোদিন অনেক কষ্টে ছিল। এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন জামায়াতের আমির ছিলেন গোলাম আযম। তার বিরুদ্ধে এই শহরের এক গডফাদার শামীম ওসমান নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭২ ফিট লম্বা ব্যানার টানিয়েছিল। তাতে লিখা ছিল, ‘নারায়ণগঞ্জে অধ্যাপক গোলাম আযমের প্রবেশ নিষিদ্ধ’।

তিনি আরো বলেন, ডিসি-এসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন, আমার বিরুদ্ধে খুনের অগ্রীম মামলা করে রাখেন। আমি গোলাম আযমকে হত্যা করবো। কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আযম সাহেব কারাগারে মারা যান। গডফাদারের সুযোগ হয় নাই তাকে হত্যা করার। আজ তিনি কোথায়? নারায়ণগঞ্জে নেই? এতো অহংকার ভালো না। দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না। তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। এছাড়া আখিরাতে তাকে শূলে চড়াবেন। যেটা হবে আগুনের মহাকুন্ড। তাই বলি, তওবা করুন। মানুষের মতো মানুষ হোন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থায় হাত দিবে। এদেশের ছাত্র সমাজের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা করে তুলবে। শিক্ষাজীবন শেষ হওয়ার পর কাউকে আর বেকার থাকতে হবে না। প্রত্যেকের জন্য যথোপযুক্ত কর্মের ব্যবস্থা করা হবে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে। এদেশের কৃষি শিল্প, এগ্রো শিল্পগুলোকে আরো সমৃদ্ধশালী করা হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে দেশ থেকে গত সাড়ে ১৫ বছরের ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সেগুলো ফেরত এনে এদেশের কল্যাণ সুষম ব্যয় করার দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক ধান্দাকে ঘৃণা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন দেশের স্বপ্ন দেখে যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না। এ সময় তিনি আরো উল্লেখ করেন, আমরা ক্ষমতায় যাই বা না যাই কিন্তু ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবসময় চেষ্টা করব

এদিকে জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নারায়ণগঞ্জের সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। জুলাই আন্দোলনের নিহত রিয়া গোপ, নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী ছাত্র ত্বকী হত্যা ও র‌্যাবের মাধ্যমে সংগঠিত আলোচিত সাত খুনের বিচার কার্যকরের দাবি জানান।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মমিনুল হক সরকার।

জামায়াতে ইসলামের এই জনসভায় আরো উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়কে রয় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি উত্তম কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

এদিকে প্রথম বারের মতো নারায়ণগঞ্জে আয়োজিত জামায়াতে ইসলামীর বিশাল জনসভায় সকাল থেকেই জেলার বিভিন্ন থানা, উপজেলা এবং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। জনসভাস্থলে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা হাতে দলীয় বিভিন্ন স্লোগান ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতেও দেখা যায়। জনসভায় দলটির পক্ষ থেকে কয়েক স্তরের নিরপত্তা ব্যাবস্থা গ্রহণ করতে দেখা যায়।

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  জামায়াত   জনসভা নারায়ণগঞ্জ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝