কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কিতাব আলী, রামদী ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মো. মজলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিন শাফি মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কেকে/এএস