যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ইরানের ওপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করলেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
এই নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের তেল নেটওয়ার্ক। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, ইরান তেলের রাজস্ব থেকে পাওয়া অর্থ পারমাণবিক কর্মসূচি, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন নির্মাণ এবং আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর জন্য ব্যবহার করছে। এই অর্থায়ন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশ্রুতিবদ্ধ।
চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা ইরানের তেল খাতের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এছাড়া, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিদের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে তাদের তেল খাতের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও রপ্তানি আটকে দেওয়ার প্রচেষ্টাকে ‘জলদস্যুতা’ বলে প্রত্যাখ্যান করে আসছে।
উল্লেখ্য, ইরানের ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্র নানা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা কার্যকর করতে নিয়মিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কেকে/এএম