কুমিল্লায় পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়, এক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। এ সময় ওই নেতা শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে যায়। পরে তাকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। এ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন সম্পৃক্ত কয়েকটি মামলা রয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এলএলবি পরীক্ষা দিতে আসে মাসুম। ক্যাম্পে তাকে দেখা মাত্রই আটক করে শিক্ষার্থীরা। এ সময় মাসুম শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে যায়। তখন শিক্ষার্থীরা তাকে মারধর করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মহিনুল ইসলাম বলেন, মাসুমের নামে কোতোয়ালি থানায় জুলাই ছাত্র আন্দোলনে কয়েকটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
কেকে/এএস