২০২৫ বিপিএলের শুরুতে টিকিট নিয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অনলাইন টিকিট ব্যবস্থা চালু থাকায় দর্শকদের জন্য টিকিট সংগ্রহ এবার সহজ হয়েছে। তবে আজকের ফাইনালের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ সতর্কবার্তা দিয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাইনালের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের আশপাশে কিংবা জাতীয় সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথে টিকিট খোঁজার কোনো প্রয়োজন নেই। দর্শকদের অপ্রয়োজনে সেখানে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, এবারের টিকিট বিক্রি থেকে ১২ কোটি টাকার বেশি আয়ের প্রত্যাশা ছিল। প্লে-অফের আগ পর্যন্ত আয় হয়েছিল প্রায় ১০ কোটি টাকা। ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তামিম ইকবালের নেতৃত্বে মাঠে নামবে ফরচুন বরিশাল, অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে চিটাগং কিংস।
২০১৩ বিপিএলে চিটাগং কিংস রানার্সআপ হয়েছিল। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে তারা শিরোপার খুব কাছাকাছি গিয়েও পরাজিত হয়।
কেকে/এএম