গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে উত্তরের জেলা কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটির প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহজালাল সবুজ বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা চারটি সংসদীয় আসনে বিভক্ত। এর মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তবে শিগগিরই ঘোষণা করা হবে।
(কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) নিয়ে কুড়িগ্রাম-২ আসন গঠিত। সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত।
শুধু উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন। এ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে প্রার্থী করা হয়েছে।
রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসন। এই আসনে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে তিনি রৌমারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যাম পদে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। তিনি রৌমারী উপজেলার জাদুর চর ইউনিয়নের দিগলাপাড়া এলাকার বাসিন্দা।
কেকে/এএস