পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো সম্ভব নয়। কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান ১০টি যুদ্ধ করতেও প্রস্তুত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মুজাফফরাবাদের সাধারণ জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পাকিস্তান কাশ্মীরি জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে। অতীতে তিনটি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও যুদ্ধ করতেও প্রস্তুত।
কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা জীবনীশক্তি হিসেবে উল্লেখ করে আসিম মুনির বলেন, যদি জুগুলার ভেইন কেটে ফেলা হয়, তবে মৃত্যু অবশ্যম্ভাবী। একদিন কাশ্মীর অবশ্যই স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।
তিনি অভিযোগ করেন, ভারতের দমন-পীড়ন ও হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও শক্তিশালী করেছে।
সেনাপ্রধান বলেন, যারা পাকিস্তানকে দেউলিয়া বলছে তারা মিথ্যা বলছে। আমাদের বিশাল প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক উন্নতি ইতোমধ্যেই বিশ্বব্যাংক ও আইএমএফকে বিস্মিত করেছে।
তিনি দাবি করেন, পাকিস্তানের খনিজ সম্পদের মূল্য ৭ ট্রিলিয়ন ডলার, এবং গ্যাস পাইপলাইনের মূল্য ৪৮ বিলিয়ন ডলার।
তিনি বলেন, পাকিস্তানিদের পর্যটন খাতে বিনিয়োগ করার পাশাপাশি সেবা প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে। দেশটি স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে।
কেকে/এএম